ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নির্দেশ উপেক্ষা করে রাস্তায় গরুর হাট

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২৯ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্দেশ উপেক্ষা করে রাস্তায় গরুর হাট

ছবি : মাকসুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে নির্দিষ্ট স্থানে বসাতে হবে পশুর হাট। কোনোভাবেই রাস্তা দখল করে পশু রাখা যাবে না, ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বেশিরভাগ হাটের ইজারাদাররা পুলিশের নির্দেশ উপেক্ষা করে রাস্তায় সারিবদ্ধভাবে গরু রেখেছেন।

মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা যায়, গেণ্ডারিয়া থেকে সূত্রাপুর থানায় যেতে রাস্তার দু’ধারে বাঁশ গেঁড়ে সারি সারি গরু বেঁধে রাখা হয়েছে। এরই মধ্যে গরুর বর্জ্য, খাবার, সর্বোপরি গরুর নিরাপদ স্থান ভেবে অর্ধেক রাস্তা দখল হয়ে আছে। রাস্তা দিয়ে যানবাহনের সঙ্গে মানুষের হাঁটাও দুঃসাধ্য হয়ে পড়েছে। শুধু এ রাস্তায় নয়, নারিন্দা, ধোলাইখালসহ আশপাশের বেশ কয়েকটি রাস্তায়ও একই অবস্থা দেখা যায়।

ইসলামপুরের বাসিন্দা নিয়ামত আলী বলেন, ‘এমনিতেই এ এলাকায় যানজট প্রায়ই লেগে থাকে। এর মধ্যে রাস্তায় হাট করার অনুমতি দেওয়া ঠিক না। কষ্টের আর শেষ নেই ভাই।’

এলাকাবাসী অভিযোগ করে জানান, রাস্তায় হাট বসানোর কারণে চলাচলে খুব সমস্যা হচ্ছে। বিশেষ করে নারী-শিশুদের কষ্টের সীমা নেই। আর গরুর মলত্যাগের কারণে পরিবেশও নোংরা হচ্ছে।

ধোলাইখাল হাটের ইজারাদার ইদ্রিস মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘রাস্তায় গরু নেই। প্রতিবছর যেসব রাস্তায় হাট হয় এবারও তাই হয়েছে। একইভাবে পাইকারদের রাস্তায় গরু না রাখতেও নিষেধ করা হচ্ছে।’



হাটের নিরাপত্তায় থাকা বংশাল থানার এসআই মোবারক হোসেন বলেন, ‘আমাদের দায়িত্ব হাটের নিরাপত্তা নিশ্চিত করা। তারপরও যানজট নিরসনে কাজ করে যাচ্ছি।’

শুধু এই হাটই নয়, কমলাপুর, হাজারীবাগ, গোলাপবাগসহ আরও কয়েকটি গরুর হাটে একই দৃশ্য দেখা যায়। কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, রংপুর, সিরাজগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া থেকেই রাজধানীর হাটে বেশি গরু আসে। এছাড়া অন্য জেলাগুলো থেকেও এ সময় বিক্রির জন্য গরু আনা হয় বলে পাইকাররা জানিয়েছেন। হাটে ছোট আকারের গরু ৪০ থেকে ৫০ হাজার, মাঝারি ৬০ থেকে ৮০ হাজার এবং মোটামুটি বড় আকারের গরু দেড় থেকে ২ লাখ টাকা হাঁকানো হচ্ছে। আকারভেদে ছাগল ৬ থেকে ২০ হাজার টাকা। বুধবার থেকে পুরোপুরি বিক্রি শুরু হবে বলে ব্যবসায়ীরা আশা করছেন।

কমলাপুর হাটে পাবনার পাইকার নেছার মিয়ার সঙ্গে কথা হয়। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘১২টি গরু এনেছেন সোমবার রাতে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত একটি গরুও বিক্রি হয়নি। গরুর দাম এবার তুলনামূলকভাবে একটু বেশি।’

রাস্তার ওপর হাট বসানো নিয়ে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমানের সঙ্গে। মঙ্গলবার বিকেলে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘দেখেন এটি আমাদের কাজ না। তারপরও পুলিশ চেষ্টা করছে শৃঙ্খলা রাখতে। সিটি করপোরেশন এ বিষয়ে ভাল বলতে পারবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সম্পত্তি বিভাগের সহকারী কর্মকর্তা শামসুল আলম বলেন, ‘রাস্তা দখল হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কেননা সিটি করপোরেশন রাস্তায় কোনো অনুমতি দেয়নি।’




রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৭/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়