ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়া

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদৎ বরণকারী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এ সময় দলটির শীর্ষ নেতারা তার সঙ্গে থাকবেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণীতে সব শহীদ বুদ্ধিজীবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করেছেন খালেদা জিয়া।

শহীদ বুদ্ধিজীবীদের দেশের বরেণ্য শ্রেষ্ঠ সন্তান আখ্যা দিয়ে বিএনপি নেত্রী বলেন, ‘তারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। ন্যায়বিচারভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক সমাজের প্রত্যাশা করেছিলেন।’

বুদ্ধিজীবীদের প্রত্যাশা অনুযায়ী দেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রাক্তন এই প্রধানমন্ত্রী।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়