ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মিল্কভিটার দুগ্ধ উৎপাদনে সক্ষমতা বাড়ানো হবে

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিল্কভিটার  দুগ্ধ উৎপাদনে সক্ষমতা বাড়ানো হবে

সচিবালয় প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার কার্যক্রম আধুনিকায়ন করে দেশব্যাপী দুগ্ধ উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে।

মঙ্গলবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) কর্তৃক গৃহীত ‘বৃহত্তর ফরিদপুরের চরাঞ্চল এবং পাশ্বর্বর্তী এলাকায় গবাদিপশুর জাত উন্নয়ন ও দুগ্ধের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণ কারখানা স্থাপন প্রকল্প’ সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের বর্তমান দুধের চাহিদা মেটানোর জন্য ধারাবাহিকভাবে সক্ষমতা তৈরি করতে হবে। দেশের যে অঞ্চলসমূহে দুগ্ধ উৎপাদন সম্ভব সেখানে সমবায়ের মাধ্যমে দুগ্ধ উৎপাদনে কৃষকদের প্রণোদনা দিতে হবে।

সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুক, মিল্কভিটার চেয়ারম্যান নাদির হোসেন লিপু ও মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাহার আলীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মে ২০১৮/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়