ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পিছিয়ে গেল প্রিমিয়ার লিগ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিছিয়ে গেল প্রিমিয়ার লিগ

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বার বার বলা হচ্ছিল এবার আর লিগ পেছাবে না। যথারীতি ১২ জুন থেকে মাঠে গড়াবে লিগ। তবে কথা রাখতে পারেনি বাফুফে। অন্যান্য বছরের মতো এবারও লিগ পিছিয়েছে।

১২ জুন শুরু হওয়ার কথা থাকলেও ক্লাবগুলোর আবদারের কারণে সেটা শুরু হতে যাচ্ছে ২৮ জুলাই। এবার লিগের খেলা হবে দুই ভেন্যুতে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়াও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লিগের ম্যাচ। পেশাদার লিগ কমিটির বৈঠকে বৃহস্পতিবার এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্লাবগুলো লিগ পেছানোর কারণ হিসেবে উল্লেখ করেছে প্রচণ্ড গরম ও ঈদ। তার সঙ্গে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ভাইরাসজনিত জ্বরের প্রকোপের বিষয়টিও উল্লেখ করেছে তারা।




রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়