ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘দুদক চাইলেই সব করতে পারে না’

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দুদক চাইলেই সব করতে পারে না’

নিজস্ব প্রতিবেদক : দুদক চাইলেই সব কিছু করতে পারে না উল্লেখ করে দু্র্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, নারীরা সচেতন হলে সমাজে দুর্নীতি অনেকাংশে কমে যাবে।

রোববার রাজাধানীতে এক মতবিনিময় সভায় এ কথা বলেন দুদক চেয়ারম্যান। মাইডাস সেন্টারে ‘দুর্নীতির মাধ্যমে অর্জিত আয় ও সম্পদের পারিবারিক দায় : নারীর ভূমিকা, ঝুঁকি ও করণীয়’ শীর্ষক  এ মতবিনিময় সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

ঢাকা শহরে অধিকাংশ ফ্লাটের মালিক নারী, ওই সম্পদের উৎসের বিষয়ে ‍দুদক কাজ করবে কি না এমন  প্রশ্নে  দুদক চেয়ারম্যান বলেন, ‘এ প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য কঠিন। কারণ ঢাকাসহ সারাদেশে লাখ লাখ ফ্ল্যাট। আমরা যখন অভিযোগ পাই তখন তার ভিত্তিতে অনুসন্ধান কাজ করে থাকি। কিন্তু ঢালাওভাবে সবার বিষয়ে অনুসন্ধান করা সম্ভব নয় কিংবা চাইলেও পারা যায় না। আপনি চাইলে সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারেন। তাহলে এ বিষয়ে অনুসন্ধান করা যেতে পারে।’

তিনি বলেন, ‘দুদক চাইলেই সব কিছু করতে পারে না। অধিকাংশ ক্ষেত্রে চাইলেও করা সম্ভব নয়। একজন সাংবাদিক চাইলেই সব নিউজ করতে পারে। তাছাড়া সব বিষয়ে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে।’

ইকবাল মাহমুদ বলেন, ‘দুই বছর কাজ করতে গিয়ে দেখেছি, একটি মাত্র ক্ষেত্রে নারীটি জানেন তিনি কাজটি (দুর্নীতি) করেছেন। আর আমি কোনো নারীকে বলতে শুনি নাই, আমি জানতাম। আমরা নারীদের যদি সচেতন করতে পারি যে আপনারা অনাহুতভাবে ভিকটিম হবেন না।’

নারীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের ১১৮টি মামলার ক্ষেত্রে ওই পরিস্থিতি বলে জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন, ‘১১৮টি মামলায় নারীরা ভিকটিম হয়ে যাচ্ছে, তাদের কী করব আমরা। এক্ষেত্রে কোনো বুদ্ধি বের করতে পারব কি-না। আমরা কীভাবে জানব, তিনি জানতেন না। অথচ ওই সব সম্পদের কাগজপত্রে তাদের সই স্বাক্ষর রয়েছে। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত এ ধরণের অভিযোগ রয়েছে। তার ৯০ শতাংশ বা তার বেশি স্ত্রী জানে না তার এত সম্পদ কোথা থেকে আসলো।‘

এমনও হয়েছে, স্বামী স্বাক্ষর করেছে স্ত্রীর নামে। সেগুলো আমরা এক্সপার্ট দিয়ে বের করেছি। কিন্তু যেগুলো বের করতে পারব না, সেগুলোর কী হবে?’

সংবেদনশীল হওয়ার প্রশ্নে তিনি বলেন, ‘এখানে সংবেদনশীল হওয়ার সুযোগ থাকে না। আদালতে আমাদের প্রমাণ করতেই হবে, এখানে তার স্বাক্ষর আছে।’

ইকবাল মাহমুদ বলেন, ‘আমার একটি অনুরোধ, আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে সই করার আগে জিজ্ঞেস করবেন, কীসের সই? কোন কারণে? চেকে সই করার আগে ব্ল্যাংক চেকে সই করবেন না। চেকে সই করার আগে কীসের টাকা? কোথায় টাকাটা যাবে? জানবেন।’ নিজের অজান্তে নারীদের জঙ্গিবাদে অর্থায়নের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নারীদের সচেতন করে তুলতে পারলে দুর্নীতি অনেকাংশে কমবে এমন মন্তব্য করে তিনি বলেন, বহু লোক কিন্তু সমাজে আছে, বউয়ের ভয়ে দুর্নীতি করেন না। নারীরা সচেতন হলে সমাজে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। স্বামীদের দুর্নীতি ঠেকানোর পাশাপাশি নিজেরা যে কোনো কাজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য নারীদের পরামর্শ দিয়েছেন তিনি।

সভায় মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, ‘নারী কতটুকু দুর্নীতি করে আর পুরুষ কতটুকু দুর্নীতি করে, তার আলাদা হিসাব হওয়া উচিৎ। তাহলে আমরা একটা তুলনামূলক ধারণা পাব।’

সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীরা এখনও অনেক পিছিয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘ডিভোর্সের ক্ষেত্রে অনেক শিক্ষিত নারীর সঙ্গে আমি কথা বলেছি, তারা চায়- ডিভোর্সটা স্বামীই দিক। তাই, সিদ্ধান্ত গ্রহণে নারীদের অবস্থান কতটুকু সেটাও ঠিক করতে হবে।’

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘নারীর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যে পরিবর্তন দরকার, সেটা নিয়ে চিন্তা করতে হবে।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, অ্যাকশন এইড বাংলাদেশের আবাসিক পরিচালক ফারাহ কবীর বক্তব্য দেন।



রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৮/এম এ রহমান/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়