ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অভিনব অ্যালার্ম ঘড়ি (ভিডিও)

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১৯ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিনব অ্যালার্ম ঘড়ি (ভিডিও)

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সকালে সময় মতো ঘুম থেকে না উঠতে পারার ভোগান্তি অনেক। তাই অনেকেই সকালে ওঠার জন্য অ্যালার্ম ঘড়ি ব্যবহার করেন। কিন্তু অ্যালার্ম ঘড়ি সময় মতো ঘুম থেকে জাগাতে পারলেও, অনেকের ক্ষেত্রে দেখা যায় তাকে বিছানা থেকে নামাতে পারে না। কেননা অ্যালার্ম ঘড়ি সহজেই সুইচ টিপে বন্ধ করা যায়। ফলে তারা ঘড়ির অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে।

তবে ‘ক্লকি’ নামক যে অ্যালার্ম ঘড়ি তৈরি করা হয়েছে, এটি ঘুম ভাঙানোর পাশাপাশি আপনাকে বিছানা থেকে নামিয়ে ছাড়বে। ম্যাশ অ্যাবলের খবরে বলা হয়েছে, ক্লকিতে অ্যালার্ম বাজার পর আপনি যদি বিছানা থেকে না ওঠেন, তাহলে চাকাযুক্ত এই রোবটিক অ্যালার্ম ঘড়ি আপনার বিছানা অথবা টেবিল থেকে লাফ দিয়ে নিচে মেঝেতে নেমে ঘরজুড়ে ঘুরে বেড়াবে।

ফলে সঠিক সময়ে বিছানা ছাড়াটা আপনার জন্য নিশ্চিত। কারণ আপনি বিছানা থেকে নেমে অ্যালার্ম বন্ধ না করা পর্যন্ত চাকাযুক্ত এই রোবটিক অ্যালার্ম ঘড়ি উচ্চ শব্দে ঘরময় ছুটতেই থাকবে। অ্যালার্ম বন্ধ করতে চাইলে ছুটতে থাকা ঘড়িটির পেছনে দৌঁড়ে এটিকে আগে থামাতে হবে, এরপরই কেবল বন্ধ করা যাবে অ্যালার্ম।

ক্লকির দাম ৪৯.৯৯ ডলার হলেও বর্তমানে বিশেষ মূল্যছাড়ে মাত্র ২৯.৯৮ ডলারে এটি কেনা যাবে অ্যামাজন থেকে।

 

 



রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৭/ফিরোজ/তারা

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়