ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সেই হারমানপ্রিতকে এবার ‘ডিএসপি’ পদের অফার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই হারমানপ্রিতকে এবার ‘ডিএসপি’ পদের অফার

হারমানপ্রিত কৌর

ক্রীড়া ডেস্ক : মেয়েদের বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের পারফরম্যান্সই যেন বদলে দিয়েছে হারমানপ্রিত কাউরের পৃথিবী। পুলিশে সামান্য একটা চাকরি চাইতে যাওয়ায় একদিন যার ভাগ্যে জুটেছিল পাঞ্জাব পুলিশের কর্তাদের তিরস্কার। সেদিন যাকে ইন্সপেক্টর পদের জন্যও যোগ্য মনে করা হয়নি, এবার সেই ব্যক্তিকেই যেচে ‘ডিএসপি’র (উপতত্ত্বাবধায়ক) মতো গুরুত্বপূর্ণ পদের ‘অফার’ দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী!

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন হারমানপ্রিত। মেয়েদের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর মূল কারিগর ছিলেন তিনিই। তার ব্যাট থেকে এসেছিল রানের হার না মানা ইনিংস। কাল ফাইনালে তৃতীয় উইকেটে পুনম রাউতের সঙ্গে ৯৫ রানের জুটি গড়ার পথে করেন হাফ সেঞ্চুরি। যদিও শেষ দিকে তালগোল পাকিয়ে ফেলে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙে ভারতের। তবে ফাইনালের পথে অনবদ্য পারফরম্যান্স করায় হারমানপ্রিতকে ঘিরে বড় স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতের ক্রিকেট-ভক্ত থেকে শুরু করে তারকা, রাজনীতিবিদরা।

অথচ খুব বেশি দিন আগের কথা নয়। ২০১০ সালে যখন চাকরির জন্য হন্য হয়ে ঘুরছিলেন হারমানপ্রিত, তখন কেউ তার পাশে দাঁড়ায়নি। পুলিশের চাকরি পেতে দরখাস্ত করলে তাকে তিরস্কার করে পাঠিয়ে দেন পাঞ্জাব পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এ বিষয়ে হারমানপ্রিতের কোচ ইয়াদবিন্দর সোধি বলেন, ‘পুলিশের এক আধিকারিক বলেছিলেন, কৌর কি হরভজন সিংহ, যে তাকে ডিএসপির পদে কাজ দিতে হবে! তিনি ইন্সপেক্টরের পদ পাওয়ারও যোগ্য নন। মহিলা ক্রিকেটারদের জন্য কোনো চাকরির ব্যবস্থা নেই পাঞ্জাব পুলিশে।’

পরে যদিও শচীন টেন্ডুলকারের হস্তক্ষেপে পুলিশের চাকরিই পেয়েছিলেন হারমানপ্রিত। কিন্তু মনে মনে খারাপ লাগাটা হয়তো ছিলই। পাশাপাশি নিজেকে তৈরি করছিলেন মাঠের জন্য। শেষমেশ খারাপ লাগার জবাবটা দিলেন মাঠেই। বিশ্বকাপে হারমানপ্রিতের সাফল্যে খুশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং ফাইনাল শেষে টুইট করেন, ‘ও যদি চায়, তাহলে আমরা ওকে ডিএসপি’র পদে নিয়োগ করব।’

তথ্যসূত্র : আনন্দবাজার, ইন্ডিয়ান এক্সপ্রেস।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়