ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘প্রয়োজনে মাদক সংশ্লিষ্টদের প্রকাশ্যে গুলি’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রয়োজনে মাদক সংশ্লিষ্টদের প্রকাশ্যে গুলি’

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, যারা মাদক ব্যবসা করে তাদের মানসিকতা সুদখোরের মতো। যার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে প্রকাশ্যে তাদের গুলি করা যেতে পারে। মঙ্গলবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রাজধানীর তেজগাঁওয়ে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘সমালোচনা থাকতে পারে গুলি করা নিয়ে।  দলমত নির্বিশেষে মাদক সমস্যা নিয়ে কাজ করতে হবে। রাজনীতিবিদ, তার ছেলে, জজ সাহেব, উকিল বা সমাজের যে কেউ প্রভাবশালী হোক না কেন, মাদকের জন্য তাদের আইনের আওতায় আনা হবে।’

মাদকনির্মূলে কাজ করার আগ্রহ প্রকাশ করে গণশিক্ষামন্ত্রী বলেন, ‘এই মন্ত্রণালয়ের দায়িত্বে না থাকলে মাদক নিয়ে বিশেষভাবে কাজ করতাম। অবশ্য এ নিয়ে জাতীয় সংসদে ও বিভিন্ন ফোরামে আলোচনা চলছে। মাদকের সর্বগ্রাসী ভয়াবহতার প্রচারণা অব্যাহত রাখতে হবে।’



রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৮/মাকসুদ/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ