ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাফে কে কোন পুরস্কার পেল?

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ১৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাফে কে কোন পুরস্কার পেল?

ক্রীড়া প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসরের পর্দা নেমেছে আজ শনিবার। ভারত ও মালদ্বীপের ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হয়ে গেল দক্ষিণ এশিয়ার বিশ^কাপ খ্যাত সাফের এবারের আসর। ফাইনালে ভারতকে ২-১ গোলে হারিয়ে সাফের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে মালদ্বীপ। ফাইনালে ম্যাচসেরা হয়েছেন মালদ্বীপের ফরোয়ার্ড ইব্রাহিম হোসেন। টুর্নামেন্ট সেরা হয়েছেন মালদ্বীপের গোলরক্ষক মোহাম্মদ ফয়সাল। আর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ভারতের মানভীর সিং।



চলুন দেখে নেওয়া যাক সাফের দ্বাদশ আসরে কে কোন পুরস্কার জিতেছে :
চ্যাম্পিয়ন : মালদ্বীপ (ট্রফি ও ৫০ হাজার ডলার)
রানার্স-আপ : ভারত (ট্রফি ও ২৫ হাজার ডলার)
ফেয়ার প্লে ট্রফি : ভুটান
মোস্ট ভ্যালুয়াবল প্লেয়ার (ফাইনাল) : ইব্রাহিম হোসেন (মালদ্বীপ, ট্রফি)
মোস্ট ভ্যালুয়াবল প্লেয়ার (টুর্নামেন্ট) : মালদ্বীপের মোহাম্মদ ফয়সাল (ট্রফি ১০ হাজার ডলার)
সর্বোচ্চ গোলদাতা : ভারতের মানভীর সিং (৩ গোল, ট্রফি ও ৭ হাজার ৫০০ ডলার)।

তাদের হাতে পুরস্কার তুলে দেন সাফ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়