ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতনার জন্য হুমকি’

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০২, ২৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতনার জন্য হুমকি’

জাবি প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও প্রাক্তন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,  জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা হচ্ছে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার জন্য হুমকি স্বরূপ। অপরদিকে দুর্নীতি, দলবাজি, আর প্রশাসনের ক্ষমতার অপব্যাবহার হচ্ছে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার জন্য আপদ।

তিনি বলেন, ‘আমার কথা হচ্ছে- আগামী পাঁচ বছর সুশাসনের বাংলাদেশ গড়ো, বৈষম্যের অবসান করো, সমৃদ্ধির সুফল ঘরে ঘরে পৌঁছে দাও।’

মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার এতো বছর পর আমরা অনেক চড়াই উতরাই পার করে এখানে এসে দাঁড়িয়েছি। আমরা দেখেছি, ৭৫ এর পট পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িক শক্তি জেঁকে বসে। তবে তাদেরকে আমরা কোণঠাসা করে মুক্তিযুদ্ধের চেতনার ধারণাকে সামনে আনতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘এই ১০ বছর আমরা রাজাকার মুক্ত, জঙ্গিমুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ার কঠিন সংগ্রাম করেছি। এখন ওরা পিছু হটে গেছে।’

 

 

 

রাইজিংবিডি/জাবি/২৬ মার্চ ২০১৯/তহিদুল ইসলাম/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়