ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩১, ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট

সংসদ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ভেজাল বিরোধী অভিযান চালাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

বুধবার জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে বর্তমানে যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার পাশাপাশি ভেজালের বিরুদ্ধে অভিযান চলছে, সেটাও অব্যাহত থাকবে। রমজান মাসে আমরা যে মোবাইল কোর্ট বসাব, সেটা আরো বেশি করে ভেজালের বিষয়টা দেখবে, এই বিষয়টা আমি নিশ্চিত করতে পারি।’

তিনি আরো জানান, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য তাঁর নির্দেশে বাণিজ্যমন্ত্রী, আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী, এফবিসিসিআইসহ সকল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকারের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘নিত্য প্রয়োজনীয় প্রণ্যের অভ্যন্তরীণ চাহিদা এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করে চিনি, তেল, ছোলা, মশুর ডাল, খেজুর ও পেঁয়াজসহ সকল পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।’

তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।’




রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়