ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আসাম ইস্যুতে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই : শ্রিংলা

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫১, ২ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসাম ইস্যুতে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই : শ্রিংলা

সচিবালয় প্রতিবেদক : আসাম ইস্যুতে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত সোমবার ভারতের আসাম রাজ্য সরকার যে জাতীয় নাগরিক পঞ্জি প্রকাশ করেছে, তাতে প্রায় ৪১ লাখ লোকের নাম বাদ পড়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দাবি, যাদের নাম বাদ পড়েছে তারা ‘অবৈধ বাংলাদেশি অভিবাসী’।

বিষয়টি নিয়ে সাংবাদিকরা ভারতীয় হাইকমিশনারকে প্রশ্ন করলে তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই।

তিনি আরো বলেন, যে তালিকা প্রকাশ করা হয়েছে তা চূড়ান্ত নয়। বরং যাদের নাম বাদ পড়েছে, তারা আপিল করতে পারবেন। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।

আসামের বিষয়টি মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার মতো কোনো সংকট তৈরি করবে না বলেও উল্লেখ করেন শ্রিংলা।

ভারতে আগামীতে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। ওই সেমিনারের জন্য বাংলাদেশের মন্ত্রীকে দাওয়াত দিতেই তিনি তার কার্যালয়ে এসেছিলেন বলে জানান ভারতীয় হাইকমিশনার।



রাইজিংবিডি/ঢাকা/২ আগস্ট ২০১৮/নঈমুদ্দীন/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়