ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অটোরিকশা সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ৫ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অটোরিকশা সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : মহাসড়কে অটোরিকশা-অটোটেম্পো সংক্রান্ত সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহবান জানিয়েছে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পো সংগ্রাম পরিষদ।

 

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পো সংগ্রাম পরিষদের নেতারা এই আহবান জানান।

 

তারা বলেন, মহাসড়কের পাশে আলাদা লেন, ডিভাইডার নির্মাণ ও পরিকল্পিত আধুনিক সড়ক ব্যবস্থাপনা দরকার।

 

বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পো সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম ফারুক বলেন, ‘১৯৫৬ সালে অটোরিকশা যাত্রা শুরু করে। বর্তমানে দেশে দুই লাখেরও অধিক অটোরিকশা-অটোটেম্পো চলাচল করছে। এর চালকের সংখ্যা ৩ লক্ষাধিক।’

 

তিনি বলেন, ‘অটোরিকশা-অটোটেম্পো ‘গরীবের অ্যাম্বুলেন্স’ হিসেবে পরিচিত। এ যানটি যাত্রী বহনে ‘ডোর টু ডোর’ সার্ভিস দিয়ে আসছে। এই গাড়ির মাধ্যমে দেশের হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে।’

 

এ গাড়ি কোনো অবৈধ যান নয় বলে দাবি করে তিনি বলেন, ‘অটোরিকশা-অটোটেম্পো চালকের সংখ্যা তিন লাখ। ১২ থেকে ১৫ লাখ পরিবার এ খাতের সঙ্গে জড়িত। এগুলো প্রতিদিন ৯০/৯৫ হাজার যাত্রী বহন করে থাকে।’

 

তিনি বলেন, ‘চালক ও মানুষের সঙ্গে কোনো ধরণের আলোচনা ছাড়া অটোরিকশা-অটোটেম্পো চলাচল বন্ধের সিদ্ধান্ত সরকারের একতরফা সিদ্ধান্ত। সড়ক দুর্ঘটনার কথা বলে মহাসড়কে এসব গাড়ি বন্ধ করার মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনা কমতে পারে না।’

 

অটোরিকশা-অটোটেম্পো সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও শ্রমিক নেতা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, শ্রমিক নেতা সুলতান আহমেদ, শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৫/মিথুন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়