ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে হবে’

জোবায়ের চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২৮ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে হবে’

চবি প্রতিনিধি: প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান বলেছেন ‘দেশের উন্নয়নে তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে হবে।’

 

সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) তথ্য অধিকার আইন ২০০৯ প্রশিক্ষণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও তথ্য কমিশনের যৌথ আয়োজনে ব্যবসায় প্রশাসন অনুষদ ডিন অফিসের কনফারেন্স কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

সরকারি অফিসগুলোকে তথ্য সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে গোলাম রহমান বলেন, ‘তথ্য দ্রুততার সঙ্গে সরবরাহ করা হলে দুর্নীতি হ্রাস পাবে। আর দুর্নীতি হ্রাস পেলেই দেশের উন্নয়ন সম্ভব।’

 

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তথ্য অধিকার আইন সহায়ক উল্লেখ্য করে তিনি আরো বলেন, তথ্যের সর্বোচ্চ ব্যবহারকারী হল সাংবাদিক সমাজ। তাই এই আইন সম্পর্কে তাদের অবগত থাকতে হবে।

 

তথ্য কমিশনের পরিচালক মুহিবুল হোসাইন কর্মশালা পরিচালনা করেন। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ২৩ সাংবাদিক।

 

তথ্য কমিশনার নেলাপ চন্দ্র সরকার ও তথ্য কমিশনের সচিব মো. রফিকুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শাহাব উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

 

 

 

রাইজিংবিডি/চবি/২৮ নভেম্বর ২০১৬/জোবায়ের চৌধুরী/কেয়া/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়