ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সড়ক ও জনপথের উপকূলীয় কর্মকর্তাদের ছুটি বাতিল

শফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ৩০ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়ক ও জনপথের উপকূলীয় কর্মকর্তাদের ছুটি বাতিল

সচিবালয় প্রতিবেদক : ঘূর্ণিঝড় কোমেন এর কারণে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন উপকূলীয় জেলাগুলোতে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ ছাড়া আগামী ১ আগস্ট শনিবার পর্যন্ত উপকূলীয় জেলাগুলোর সব কর্মকর্তা-কর্মচারীর (সিভিল ও মেকানিক্যাল) ছুটি বাতিল করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নেওয়া এবং জরুরী দুর্যোগ ব্যবস্থায় নিয়োজিত যানবাহন পরিবহণে সীমিত আকারে বিশেষ ব্যবস্থায় ফেরি ব্যবহার করা যাবে।

 

তাৎক্ষনিকভাবে দুর্যোগ সম্পর্কিত যে কোন সংবাদ আদান-প্রদানের জন্য সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এর কন্ট্রোল রুমের ফোন নম্বর ৮৮৭০৭১৯ এবং মোবাইল নম্বর- ০১৭৩০-৭৮২৮৩৩ তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৫/শফিক/দিলারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়