ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কমলাপুর স্টেশনে ফিরতি মানুষের স্রোত

আব্দুল্লাহ আল মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ২৫ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কমলাপুর স্টেশনে ফিরতি মানুষের স্রোত

নিজস্ব প্রতিবেদক : প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানী ঢাকায় ফিরছে হাজার হাজার মানুষ। কমলাপুর স্টেশনে ট্রেন আসছে আর স্টেশন থেকে স্রোতের মত বের হচ্ছে মানুষ। ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে ছুটি শেষ করে ফিরছে তারা।

 

শনিবার সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেন এসে থামছে আর হুড়হুড় করে বের হচ্ছে মানুষ। ট্রেন এসে থামার সঙ্গে সঙ্গে মানুষে ভরে যায় স্টেশনের প্ল্যাটফর্ম। ছাদে, সিটে বসে, দাঁড়িয়ে যে যেভাবে পারছে ফিরছে। অনেকে একলা আবার অনেকে পরিবার পরিজন নিয়ে চলে আসছে ঢাকায়।

 

যাত্রীর এই চাপ গত কয়েকদিনের চেয়ে আজ অনেক বেশি। কারণ, যারা ছুটিতে গেছেন তাদের ছুটি শনিবার শেষ হওয়ায় ট্রেনে বেশি চাপ সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘ঈদের পরের দিনগুলোর তুলনায় শনিবার যাত্রীর চাপ অনেক বেশি দেখা যাচ্ছে।’

 

সিতাংশু চক্রবর্তী বলেন, ‘সড়কপথে কয়েকটি দূর্ঘটনার জন্য মানুষ সম্ভবত ট্রেনের প্রতি ঝুঁকছে। যাত্রীদের অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার এটাও একটা কারণ।’

 

তিনি জানান, শনিবার মোট ৬৬টি ট্রেন ঢাকায় আসছে। সকাল ১১টা পর্যন্ত মোট ১২টি ট্রেন ঢাকায় এসেছে।

 

রাজশাহী থেকে আসা বেলাল রাইজিংবিডিকে বলেন, ‘ফিরতি পথে টিকিট পেতেও অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। ট্রেন অনেক বিলম্বে ছেড়েছে। এছাড়া স্টেশনগুলোতেও অনেক দেরি করেছে। অনেক যাত্রীকে দাঁড়িয়ে গাদাগাদি করে আসতে হয়েছে। এতে করে যারা সিটে বসে এসেছেন তাদেরও অনেক কষ্ট পেতে হয়েছে।’

 

জামালপুর থেকে আসা আরেক যাত্রী নুসরাত। তিনি একটি সরকারি কলেজের শিক্ষার্থী। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘বাড়ি যাওয়ার সময় অনেক কষ্ট করে টিকিট পেয়েছি। এখন ঢাকায় ফিরতেও কষ্ট পেতে হয়েছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৫/মামুন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়