ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কারাভোগ শেষে দেশে ফিরল ৫ কিশোর

হালিম আল রাজী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ২৯ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারাভোগ শেষে দেশে ফিরল ৫ কিশোর

হিলি প্রতিনিধি : পাচারের শিকার হয়ে অবৈধপথে ভারতে যাওয়া বাংলাদেশি পাঁচ কিশোর ভারতের শিশু সংশোধনাগারে আটক থাকার পরে দেশে ফিরেছে।

 

শনিবার সকালে তারা নিজ দেশে প্রবেশ করে।

 

হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে সকাল ১১টায় ভারতের হিলি অভিবাসন কেন্দ্রের ওসি নাসির ম-ল বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামানের হাতে তাদের তুলে দেন। ভারত ও বাংলাদেশের জাস্টিস অ্যান্ড কেয়ারের উদ্যোগে ও সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ সময় সেখানে বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক ও বিএসএফ হিলি ক্যাম্পের অধিনায়ক পঙ্কজ শিং উপস্থিত ছিলেন।

 

ফেরত আসা শিশুরা হলেন, নীলফামারীর ডোমার উপজেলার হাসানরাজা গ্রামের রাধাকান্ত অধিকারির ছেলে জিতেন অধিকারী (১৫), ঢাকার পল্লবী থানার তালেব ক্যাম্প এলাকার আফতাবের ছেলে আকাশ (১২), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ গ্রামের আবু তালেবের ছেলে হোসেন আলী (১৬), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কয়কুড়ি গ্রামের আবু সিদ্দিকের ছেলে মোবারক হোসেন (১৩) এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গোজডাপান গ্রামের কাশেমের ছেলে শান্ত হোসেন (১৪)।

 

ফেরত আসা শিশুরা জানায়, দালালের খপ্পরে পড়ে অবৈধপথে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের পরে ভারতের বালুরঘাট ও তীরমনিতে ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ তাদের আটক করেন। পরে সেখান থেকে তাদের শিশু শোধনাগারে রাখা হয়েছিল।

 

ভারতের বালুরঘাট শোভায়ন হোমের কোঅর্ডিনেটর সুরুজ দাশ বলেন, এই কিশোররা বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে এসেছিল। বয়স কম হওয়ায় আদালত থেকে তাদের শোভায়ন হোমে রাখা হয়। পরে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে শনিবার তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে।

 

হিলি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, শনিবার সকালে ভারতের ইমিগ্রেশন পুলিশ পাঁচ কিশোরকে আমার কাছে বুঝিয়ে দিয়েছে। তারা প্রায় এক থেকে আড়াই বছর ভারতে আটক ছিল। পরে সব প্রক্রিয়া শেষে ওই পাঁচ কিশোরকে তাদের অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়েছে।


 

 

 

রাইজিংবিডি/হিলি/২৯ আগস্ট ২০১৫/হালিম আল রাজী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়