ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএসইতে দাম কমেছে ১৩৭ কোম্পানির শেয়ারের

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২৯ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএসইতে দাম কমেছে ১৩৭ কোম্পানির শেয়ারের

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। তবে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
 
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে  ৭.০১ পয়েন্ট বেড়ে ৪৫৮০.৭৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১.১৪ পয়েন্ট বেড়ে ১৭৩০.৭৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.৮৩ পয়েন্ট কমে ১১০০.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১২টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে  ৪৬টি কোম্পানির শেয়ার।

মোট লেনদেনের পরিমাণ ৪০৫ কোটি ১ লাখ টাকা। যা আগের কার্যদিবেসর চেয়ে ৫৬ কোটি ৭৪ লাখ টাকা বেশি।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো- ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিস, এএফসি এগ্রো, ট্রাস্ট ব্যাংক, সামিট পাওয়ার, আরএসআরএম স্টিল, সাইফ পাওয়ার, কাশেম ড্রাইসেল ও সিএনএ টেক্স।   

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ কো¤পানি হলো- ফু-ওয়াং সিরামিকস, কাশেম ড্রাইসেল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, ইসলামি ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, লিন্ডে বিডি, সিএনএ টেক্স, এস আলম কোল্ড ও বিএসআরএম লিমিটেড।  
 
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- উসমানিয়া গ্লাস, ডেল্টা স্পিনিং, আইপিডিসি, প্রথম প্রাইম ফাইন্যান্স মি. ফা., সিম টেক্স, ফারইস্ট নিটিং, বেঙ্গল উইন্সডোর, পপুলার ১ মি. ফা, লিব্রা ইনফিউশন ও আনোয়ার গ্যালভানাইজিং।

 

 



রাইজিংবিডি/ঢাকা/২৯ নভেম্বর ২০১৫/নিয়াজ/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়