ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মোটরসাইকেলে যাত্রী পরিবহনে প্রকল্প নেওয়া হচ্ছে

আসাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ১৪ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোটরসাইকেলে যাত্রী পরিবহনে প্রকল্প নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : ‘সমবায় অধিদপ্তরের সমবায় সমিতিসমূহের মাধ্যমে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ মোটরসাইকেলে যাত্রী পরিবহনের প্রকল্প গ্রহণ করবে।

 

আগামী এক সপ্তাহের মধ্যে রাজধানী ও রাজধানীর বাইরে ১০টি করে সমিতিকে অন্তর্ভুক্ত করে প্রকল্প প্রস্তাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে এ দেশের সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ ও কর্মসংস্থান সৃষ্টি হবে’।

 

বুধবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর অধীনস্থ বিভিন্ন সংস্থার প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় এলজিআরডি প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

 

এ সময় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায় বলেন, পল্লী উন্নয়ন বোর্ডের সব প্রকল্প একটি ছাতার নিচে নিয়ে আসতে হবে। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের কর্মসূচিকে এগিয়ে নিতে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের আরো সৎ, দক্ষ ও আন্তরিক হতে হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৬/আসাদ/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ