ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দুর্ঘটনায় ৪ পুলিশ নিহত, তদন্ত কমিটি গঠন

ইয়াছিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ১৬ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্ঘটনায় ৪ পুলিশ নিহত, তদন্ত কমিটি গঠন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে শুক্রবার রাতে ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চার পুলিশ সদস্যের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে পুলিশ সুপার জাকির হোসেন খান ওই কমিটি গঠন করেন।

পাঁচ সদস্যের ওই কমিটির প্রধান হলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন। সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) আশরাফুল ইসলাম, ডিআইও ওয়ান আলতাফ হোসেন, সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুর রহমান ও ফিরোজ কবির।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন খান জানান, তদন্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে রেল বিভাগের উদ্যোগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসিকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার রাতে নীলফামারীর ঢেলাপীড় রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন নীলসাগরের ধাক্কায় সৈয়দুপর থানার পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে একজন এবং রংপুর মেডিক্যাল কলেজে ভর্তির পর মারা যান আরো তিন পুলিশ কনস্টেবল।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় সাত পুলিশ সদস্য ঢাকা মেডিক্যাল কলেজ ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

 

 


রাইজিংবিডি/নীলফামারী/১৬ আগস্ট ২০১৫/ইয়াছিন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়