ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নদী রক্ষায় চার দফা দাবি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নদী রক্ষায় চার দফা দাবি

নিজস্ব প্রতিবেদক : নদীর নাব্যতা ফিরিয়ে আনা, অভিন্ন নদীর পানির সমবণ্টন ও পানি নির্ভর ব্যবহারপূর্বক বৈশ্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণে চারদফা দাবি জানানো হয়েছে।

 

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রবাহমান নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

 

দাবিগুলো হচ্ছে- ঢাকার চারপাশের চার নদ-নদী রক্ষায় হাইকোর্ট যে ১২টি নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়ন করা।

 

জাতিসংঘে পানি বিষয়ক প্যানেল সভায় প্রধানমন্ত্রীর অবস্থান ও ঘোষণাকে বাস্তবায়ন করতে আন্তদেশীয় নদীসমূহের বিরোধপূর্ণ সমস্যাগুলো সমাধানের মাধ্যমে উপআঞ্চলিক সহযোগিতাপূর্ণ টেকসই উন্নয়ন পরিকল্পনা ও সমন্বিত পদক্ষেপ গ্রহণপূর্বক উদ্যোগ বাস্তবায়ন করা।

 

আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে অভিন্ন নদীর পানি বণ্টন বিষয়ে জাতিসংঘের সরাসরি তত্ত্বাবধানে যৌথ কমিশন গঠনের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা।

 

পানি বিষয়ক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন নদীর পানির সমবণ্টনের পাশাপাশি নদী ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ এবং পানি নির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়ানো।

 

প্রবাহমান নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিনুর রসুল বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম কাতাবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের  (বাপা) যুগ্ন সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস।

 

আরো বক্তব্য রাখেন মাতামুহুরী-সাঙ্গু নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক শরীফ আহমেদ, বাঁকখালী নদী রক্ষা আন্দোলনের সদস্য সচিব কালাম আজাদ। সংবাদ সম্মেলনে অবস্থানপত্র উপস্থাপন করেন কর্ণফুলি নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক গালিব রহমান।

 

বক্তারা বলেন, আমাদের অবহেলা ও নিষ্ঠুরতায় নদীমাতৃক দেশের অনেক নদীই আজ প্রায় ইতিহাস। গত একশ বছরে মারা গেছে অসংখ্য নদী।

 

তারা বলেন, একদিকে নদী দখলের চিত্র, অন্যদিকে প্রতিদিন শতশত টন শিল্প-কারখানার তরল রাসায়নিক বর্জ্য মিশে যাচ্ছে নদীর পানিতে, প্রতিনিয়ত নদীকে করছে দূষিত এবং জলজ বাসস্থানকে করছে বিপণ্ণ।

 

দেশের প্রকৃতি-পরিবেশ-নদী-অর্থনীতি ও ভবিষ্যতে উন্নয়নের স্বার্থে নদীকে অবশ্যই ফিরিয়ে দেবারও আহ্বান জানানো হয়।

 

রাইজিংবিডি/ঢাকা/১ অক্টোবর ২০১৬/আরিফ সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়