ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফেসবুক টুইটার বন্ধের পরামর্শ পরিকল্পনামন্ত্রীর

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ২ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুক টুইটার বন্ধের পরামর্শ পরিকল্পনামন্ত্রীর

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থনৈতিক প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার বাংলাদেশে বন্ধ করার পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

তিনি বলেন, ‘সামাজিক অবক্ষয় রোধ করতে ফেসবুক ও টুইটার বন্ধ করতে হবে। চীনে ফেসবুক নাই।’

 

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি)  সম্মেলন কক্ষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খাতভিত্তিক পরামর্শ সভায় তিনি এ পরামর্শ দেন।

 

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারসহ পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।

 

অনুষ্ঠানে বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাংকের মূল্যায়ন প্রতিবেদন সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত করা। কিন্তু ছয় বছর আগে সে লক্ষ্যে পৌঁছে গেছি। এটি বিরাট সফলতা। এজন্য দেশের সব শ্রেণির মানুষের অবদান আছে।’

 

‘উত্তরণের ইতিহাসে আজকের দিনটি টার্নিং পয়েন্ট। এখন অনেকে অনেক কথা বলবে, তাতে কিছু যায়-আসে না। বাংলাদেশ এতদিন নিম্ন আয়ের দেশ ছিল। এখন নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হলো। লক্ষ্য-উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া। টার্নিং পয়েন্টে যাওয়ার মূল কারণ হচ্ছে মানবসম্পদ উন্নয়ন,’ বলেন তিনি।

 

শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও বলেন পরিকল্পনামন্ত্রী।

 

তিনি বলেন, ‘শিক্ষার মাধ্যমেই সমাজ-দেশ এগিয়ে যাবে। শিক্ষার মান বাড়ানো দরকার। আমাদের দেশের শিক্ষার মান নিয়ে প্রায় সময়ই প্রশ্ন ওঠে। আসলে আমাদের দক্ষ ও মানসম্পন্ন শিক্ষকের অভাব। তাই, শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনে বিদেশ থেকে শিক্ষক নিয়ে আসতে হবে।প্রাথমিক পর্যায়ের শিক্ষকরা অনেক দুর্বল। আমাদের দুর্বলতার কারণেই এ পর্যায়ে অযোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আর প্রাথমিক পর্যায়ে দুর্বলতার প্রভাব থাকে মাধ্যমিকেও। আর সেটার প্রভাব একেবারে স্থায়ী হয়ে যায়।’

 

শিক্ষা খাতের মানোন্নয়নে সরকারের জোর দেওয়ার তাগিদ দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত হলে ২০২১ সালের মধ্যে আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব।’

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার মানোন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ‘বর্তমানে শিক্ষার্থীরা অতীতের তুলনায় অনেক কম সুযোগ-সুবিধা ভোগ করছে, কিন্তু পরিশ্রম করছে বেশি, জানতে পারছে বেশি। এটি সম্ভব হয়েছে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রণয়নের জন্য। এতে আমাদের চ্যালেঞ্জও বেড়ে গেছে। যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমাদেরও আপডেট হতে হচ্ছে। একই সঙ্গে শিক্ষায় বরাদ্দ বাড়ানোসহ বিভিন্ন আপ-টু-ডেট পদক্ষেপ নিতে হচ্ছে।’

 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. ফরাস উদ্দিন বলেন, ‘উচ্চশিক্ষা অবৈতনিক হবে কিনা ভাবতে হবে। গরিবের শিক্ষার নামে এরকম করা ঠিক নয়। আমি ছাত্র অবস্থায় ১২ টাকা বেতন দিয়েছিলাম, এখনও ২০ টাকা দেওয়া হয়।’



রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ