ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, চবি শিক্ষক কারাগারে

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ২৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, চবি শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে আইসিটি আইনে দায়ের করা একটি মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

সোমবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে শিক্ষক মাইদুল ইসলাম হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর এ কে এম সিরাজুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ওই শিক্ষক উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।

আদালত সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারী থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম আয়াজ।

 

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৪ সেপ্টেম্বর ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়