ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিচারিক ক্ষমতা পেলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ২ কর্মকর্তা

শফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ৩০ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচারিক ক্ষমতা পেলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ২ কর্মকর্তা

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিসিএস (প্রশাসন) ক্যাডারের দুই কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

 

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

সমগ্র দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতাপ্রাপ্ত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন-  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবু সাইদ মো. নোমান এবং ড. মো. খালেদ হোসেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে- ক্ষমতাপ্রাপ্ত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাদেশে ভ্রাম্যমাণ  আদালত পরিচালনা করবেন। পরিচালনার পূর্বে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন।

 

প্রতি মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্য নির্ধারিত ছকে পরবর্তী মাসের পাঁচ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৫/শফিক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়