ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিজয় দিবসে সংসদ ঘিরে ‘মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ’

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজয় দিবসে সংসদ ঘিরে ‘মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় সংসদকে কেন্দ্র করে ‘১৬ ডিসেম্বর : মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ওইদিন বিকেল ৫টায় এ অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।

 

অনুষ্ঠানে জাতীয় সংসদ ভবনে দেশের গৌরবময় ইতিহাসের একটি দৃশ্যচিত্র ত্রিমাত্রিক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রদর্শন করা হবে।

 

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, বিভিন্ন মন্ত্রী এবং আমলারা উপস্থিত থাকবেন।

 

এ ছাড়াও দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে গান পরিবেশন করবেন দেশের প্রখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, মমতাজ, জেমস্ ও ব্যান্ড অবসিকউর এবং চিরকুট। আবৃত্তি পরিবেশন করবেন- হাসান আরিফ ও রেখা সরকার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৬/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়