ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাজধানীজুড়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ২৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীজুড়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর।

তথ্য মন্ত্রণালয়ের নিজস্ব স্টাফদের অংশগ্রহণে চলছে এ সংগীতানুষ্ঠান।

দেখা যায়, মঙ্গলবার সকালে একদল সংগীতশিল্পী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে একটি ট্রাকে গান গাচ্ছেন।

ঢোল, তবলা, বাঁশি, হারমোনিয়ামসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরের সঙ্গে তাল মিলিয়ে শিল্পীরা একের পর এক দেশত্মবোধক গান গেয়ে চলেছেন। সেই গান শুনতে পথচারী শ্রোতা ভিড় করছেন। 

শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে প্রায় ঘণ্টাখানেক অবস্থানের পর শিল্পীদের বহনকারী ট্রাকটি স্থান ত্যাগ করে। তবে তখনও চলছিল তাদের গান। শিল্পীদের বহন করা এ ট্রাকটি আজ সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান ঘুরবে।

সংগীতানুষ্ঠানের তত্ত্বাবধানে থাকা গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (সংগীত) মো. জাকিউল হাই বলেন, ‘২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধায়নে আমরা এ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছি। এখানে যারা গান গাচ্ছেন তারা সবাই তথ্য মন্ত্রণালয়ের নিজস্ব স্টাফ। শিল্পী হিসেবেই তারা নিয়োগ পেয়েছেন। বিভিন্ন জাতীয় দিবসে এসব শিল্পী ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন।’

তিনি বলেন, ‘মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সকাল ৮টা থেকে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান শুরু করেছি। সন্ধ্যা পর্যন্ত আমাদের এ অনুষ্ঠান চলবে। আমরা চেষ্টা করব রাজধানীর প্রতিটি অঞ্চল ঘুরে ঘুরে গান পরিবেশনের।’



রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৯/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়