ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লুজারের শীর্ষে যেসব কোম্পানি

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লুজারের শীর্ষে যেসব কোম্পানি

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুজারের শীর্ষে অবস্থান করছে আমান ফিড লিমিটেড।

 

এ তালিকায় স্থান পেয়েছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, জিলবাংলা সুগার মিলস লিমিটেড, কে অ্যান্ড কিউ, মুন্নু সিরামিক, অ্যাপেক্স ফুডস এবং আনোয়ার গ্যালবানাইজিং।

 

আমান ফিডের কোম্পানির শেয়ারের দর কমেছে ১২ টাকা ৯০ পয়সা বা ১৩ দশমিক ১৪ শতাংশ। শেয়ারটি ৮৪ টাকা দরে সর্বশেষ লেনদেন হয়। এ দিন কোম্পানির ১২ হাজার ২৪৩ বারে ১৮ লাখ ২০ হাজার ৩৯৭ টি শেয়ার লেনদেন হয়।

 

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের প্রতিটি শেয়ারের দর ৮০ পয়সা বা ১৩ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি এ দিন সর্বশেষ লেনদেন হয় ৬ টাকা ৯০ পয়সা দরে। আজ ২৩ বারে কোম্পানির ১৭ হাজার ৩০১টি শেয়ার লেনদেন হয়।

 

সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬০ পয়সা বা ৭ দশমিক ২৩ শতাংশ শেয়ার দর কমেছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৫/নিয়াজ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়