ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘পরিকল্পনা বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে’

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ২৩ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পরিকল্পনা বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে ।’

 

বুধবার রাজধানীর আগাঁরগাওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনের সর্বশেষ মূল্যায়ন রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কখনো পথ হারাবো না, সঠিক পথেই এগিয়ে যাবো। তিনি স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করেন। বাংলাদেশের ৭০ ভাগ মানুষ কর্মক্ষম। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এগিয়ে যেতে হবে।’

 

তিবি বলেন, ‘চলমান অগ্রযাত্রা অব্যাহত থাকলে দশ বছর পর দেশের সকল মানুষ ইংরেজিতে কথা বলতে পারবেন। লক্ষ্য অর্জনে আমরা এগিয়ে যাবো। ২০৩০ সালের মধ্যে দেশের হতদরিদ্র মানুষের সংখ্যা ৩ দশমিক ৫ ভাগের নিচে নেমে আসবে।’

 

অনুষ্ঠানে এমডিজি অর্জনের সর্বশেষ মূল্যায়ন রিপোর্ট উপস্থাপন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের জেনারেল ইকনোমি ডিভিশনের সদস্য ড. শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, এফবিসিসিআই-এর পরিচালক বেনজির আহমেদ, বিশ্বব্যাংকের ঢাকা অফিসের লিড ইকনোমিস্ট ড. জাহিদ হোসেন এবং ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৬/মিথুন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়