ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্পিনারদের নিয়ে সন্তুষ্ট মাশরাফি

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ৫ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পিনারদের নিয়ে সন্তুষ্ট মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : দক্ষিণ আফ্রিকাকে ১৪৮ রানে আটকানোর পরও মিরপুরে রোববার প্রথম টি-টোয়েন্টিতে জয় পায়নি বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সহজ ম্যাচ হাতছাড়া হয়েছে। তবে বোলারদের পারফরম্যান্সে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সন্তোষ প্রকাশ করেছেন।



দক্ষিণ আফ্রিকা বধে চার স্পিনার ও দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজান মাশরাফি। মুস্তাফিজের সঙ্গে পেস আক্রমণে ছিলেন মাশরাফি। আর স্পিনে সাকিব আল হাসানের সঙ্গী আরাফাত সানী, নাসির হোসেন ও সোহাগ গাজী। ইনিংসের শুরুতে প্রথম ৫ ওভার করেন স্পিনাররা। ২ উইকেটে দেন ৩৭ রান।

দক্ষিণ আফ্রিকার পুরো ইনিংসে ১৩ ওভার বোলিং করেন স্পিনাররা। খরচ করেন ৯৬ রান। দিন শেষ বোলারদের পারফরম্যান্স নিয়ে মাশরাফির ভাষ্য, ‘আমাদের বোলারদের বল ততটা টার্ন করে না। আমাদের যেটা হয়, বল একটু উচুঁ-নিচু হয়। একটু স্লো হয়। উইকেটে টার্ণ করাতে একটা সমস্যা হয়েছে।  সে হিসেবে বলবো বেশ ভালো বল হয়েছে।’

আরাফাত সানীকে নিয়ে প্রথমে বোলিং করানোর কারণ হিসেবে মাশরাফি বলেন,‘সানী আগেও নতুন বলে অনেক সময় ইনিংসের শুরু করেছে। তাই এবারও ওকে দিয়ে শুরু করানো হয়েছে। ওরা প্রত্যাশা করেছিল হয়তো গাজীকে দিয়ে শুরু করবো।সেজন্য আসলে শুরুতে আমরা মোটামুটি সফলতাও পেয়েছি।’

বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সোহাগ গাজীর সাফল্যের জন্যে আরও সময় দিতে চাচ্ছেন মাশরাফি।
এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন,‘আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। অনেক দিন খেলেনি। এমনিতেই একটু চাপ।
নতুন অ্যাকশনে এসেছে। হয়তো সাদা বলে অনুশীলনও বেশি একটা করতে পারেনি। তারপরও আমি বলবো এতটা খারাপ
সে করেনি। খেলতে খেলতে এবং দলের সঙ্গে থাকতে থাকতে, অনুশীলন করতে করতে জিনিসটা মানিয়ে নিতে পারবে।’

 



রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৫/ইয়াসিন/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়