ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

১২ ও ২৬ ফেব্রুয়ারি শিশুপ্রহর

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১২ ও ২৬ ফেব্রুয়ারি শিশুপ্রহর

নিজস্ব প্রতিবেদক : ভাষার মাসের অন্যতম আয়োজন অমর একুশে গ্রন্থমেলা। প্রাণের এ মেলাকে ঘিরে বাংলা একাডেমি এলাকায় ভিড় জমায় সব বয়সি বইপ্রেমীরা।

 

মেলাকে আরো আনন্দময় করে তুলতে ও শিশুদের স্বাচ্ছন্দ্যে বই কেনার সুবিধার্থে আগামীকাল ১২ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি শিশুপ্রহর ঘোষণা করেছে মেলা কর্তৃপক্ষ। শিশুপ্রহর সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।

 

এ ছাড়া শুক্রবার ছুটির দিন উপলক্ষে সকাল সাড়ে ৯টায় গ্রন্থমেলার মূলমঞ্চে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা হবে।

 

অনুষ্ঠানে অতিথি থাকবেন বিশিষ্ট সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। বিচারকম-লীর সদস্য হিসেবে থাকবেন আনিসুর রহমান তনু, ইয়াকুব আলী খান এবং সাগরিকা জামালী। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনা করবেন রহিমা আখতার কল্পনা।

 

আগামী ১৯ ফেব্রুয়ারি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৬/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়