ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘অনেক মাহফুজ আনামই সংসদে সদর্পে আছেন’

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অনেক মাহফুজ আনামই সংসদে সদর্পে আছেন’

সংসদ প্রতিবেদক : ইংরেজী দৈনিক পত্রিকা ‘ডেইলি স্টার’ বন্ধ এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের ব্যবস্থা নেওয়ার দাবির সাথে দ্বিমত পোষণ করেছেন ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।

 

রোববার রাতে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ মত ব্যক্ত করেন তিনি।

 

তাহজীব আলম সিদ্দিকীর আগে সংসদে অনির্ধারিত আলোচনায় মাহফুজ আনামের সম্প্রতি একটি বক্তব্যের সূত্র ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সরকারদলীয় সংসদ সদস্য, শরিক দলের সংসদ সদস্য এবং স্বতন্ত্র সদস্যরা।

 

সবশেষে তাহজীব আলম সিদ্দিকী বলেন, ‘এই সংসদে অনেকে সদর্পে বসে আছেন। সেদিন তারা অনেকেই বিবেককে জলাঞ্জলি দিয়ে আত্মপক্ষ সমর্থন করেছিলেন। এখন শুধু মাহফুজ আনামের একটি সরল স্বীকারোক্তি নিয়ে আলোচনা হচ্ছে। অনেক মাহফুজ আনামই এই সংসদে বহাল তবিয়তে আছেন। কথা বলতে গেলে অনেকের থলের বিড়াল বেরিয়ে আসবে।’

 

এছাড়াও গত শনিবার প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি টেনে তাহজীব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমার এলাকায় ঢেলে দেওয়ার আদিখ্যেতা নয়!’ এজন্য তিনি প্রধানমন্ত্রীকে সাধুবাদ এবং অভিনন্দন জানান।

 

 এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্য যা প্রযোজ্য, তা অন্যান্য মন্ত্রীর জন্যও প্রযোজ্য।’ স্বাস্থ্যমন্ত্রীর একটি উদ্ধৃতি দিয়ে তাহজীব আরো বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জে বলেছেন, সিরাজগঞ্জের মানুষকে আর ঢাকায় এসে চিকিৎসা করাতে হচ্ছে না।’যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা নোয়াখালীতে বলেছেন, সেখানকার রাস্তাগুলি নাকি এমন প্রশস্ত যে, সেখানে শুধু গাড়ি নয়, উড়োজাহাজও নামতে পারবে। রেলপথ মন্ত্রী কুমিল্লায় বলেছেন, কুমিল্লায় রেল পাতার আর জায়গা থাকবে না। স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফ হোসেন ফরিদপুরে বলেছেন, তার এলাকার উঠোনও পাকা হয়ে যাবে! 

 

তাহজীব মন্ত্রীদের এসব কথা উল্লেখ করে বলেন, ‘মাননীয় মন্ত্রীদের এলাকায় উন্নয়ন উপচে পড়বে, আর আমাদের রাস্তা, হাসপাতালগুলি দিনের পর দিন সুবিধাবঞ্চিত থাকবে-এটি হতে পারে না। সরকারকে হতে হবে ১৬ কোটি বাঙালির এবং সরকারের কর্মকাণ্ড বিস্তৃত হতে হবে সব শহর, জেলা, উপজেলা এবং গ্রামে; সুষমভাবে।’ মন্ত্রীদের এ ব্যাপারে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৬/এনআর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়