ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ১১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

সচিবালয় প্রতিবেদক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) লক্ষ্যমাত্রা অর্জন বেগবান করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও এসডিজি’র লক্ষ্যসমূহ অর্জনে সরকার আন্তরিক।

 

রোববার তথ্য অধিদপ্তরে এসডিজি এবং প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহ সম্পর্কে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা জানানো হয়।

 

প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিজি কার্যক্রমের প্রিন্সিপাল কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ।

 

সভায় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ ও এসডিজির ১৭টি গোল ও ১৬৯ টি টার্গেট নিয়ে বিস্তারিত অলোচনা হয়।

 

অনুষ্ঠানে আবুল কালাম আজাদ বলেন, ‘সরকার গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ (এমডিজি) অর্জনে বাংলাদেশ যেভাবে সফল হয়েছিল সেভাবেই সবার সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এসডিজি অর্জনে সফল হবে।’

 

তিনি বলেন, ‘এসডিজি’র অন্যতম লক্ষ্য হচ্ছে শিক্ষা। এই কার্যক্রমে নারীদের যত বেশি সম্পৃক্ত করা যাবে দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির হার ততই বৃদ্ধি পাবে।’

 

তিনি আরো বলেন, ‘জনকল্যাণে গৃহীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসমূহ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষের জীবনমানের অগ্রগতি সাধিত হবে। সকল শ্রেণিপেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবো। লক্ষ্য যেখানে স্থির সেখানে আমরা অবশ্যই পৌঁছাবো কারণ আমরা নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি

 

প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠার জন্য এসডিজি’র বাস্তবায়ন করতে হবে এবং এর মাধ্যমেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন সফল হবে।’

 

তিনি আরো বলেন, ‘এসডিজি’র বাস্তবায়নে জনগণকে উদ্বুদ্ধ ও উৎসাহ যোগাতে  গণমাধ্যম উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করতে পারে।’

 

উন্মুক্ত আলোচনায় বাসস, দৈনিক সমকাল, দৈনিক মানবকণ্ঠ, এশিয়ান এজ, দৈনিক সংবাদ, ভোরের কাগজ, বণিক বার্তা ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ তাদের মতামত ব্যক্ত করেন এবং সুপারিশ তুলে ধরেন। তারা এসডিজি’র লক্ষ্যসমূহ অর্জনে সরকারকে সার্বিক সহায়তা প্রদান করতে এবং জনসেচেতনতা সৃষ্টিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান তথ্য অফিসার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন  সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস)।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৬/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়