ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফ্রান্সে বরফ ধসে নিহত ৪

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রান্সে বরফ ধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দক্ষিণ-পূর্বে টিগনেসের একটি অবকাশযাপন কেন্দ্রে স্কি করতে গিয়ে বরফ ধসে অন্ততঃ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, স্কি করতে গিয়ে নয়জন বরফ চাপা পড়ে। এদের মধ্যে পাঁচজনের খোঁজ পাওয়া গেছে। তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আর কেউ জীবিত আছে কি না তা এখনো স্পষ্ট নয়।

বিবিসি জানিয়েছে, ছুটির সময়ের মাঝামাঝিতে পাহাড়েরর ২ হাজার ১০০ মিটার উচ্চতায় ৪০০ মিটার চওড়া এ বরফ ধস নেমেছিল। ব্রিটিশ অবকাশযাপনকারীদের কাছে এই এলাকাটি জনপ্রিয় । তবে পুলিশ জানিয়েছে নিখোঁজ চারজনই ফরাসি নাগরিক।

উদ্ধার অভিযান পরিচালনায় ঘটনাস্থলে দুটি হেলিকপ্টার এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠানো হয়েছে। প্রায় ৪০ জন কর্মী নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়