ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লিবিয়ায় নৌকা ডুবে ৫৭ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ২৭ জুলাই ২০২১  
লিবিয়ায় নৌকা ডুবে ৫৭ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫৭ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম সোমবার এ তথ্য জানিয়েছে।

আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি  জানিয়েছেন, নৌকাটি রোববার লিবিয়ার পশ্চিম উপকূলীয় শহর খুমস থেকে ছেড়েছিল। এতে অন্তত ৭৫ জন অভিবাসন প্রত্যাশী ছিল। ১৮ জনকে লিবিয়ার জেলে ও কোস্টগার্ড জীবিত উদ্ধার করতে পেরেছে। ধারণা করা হচ্ছে বাকী ৫৭ জন মারা গেছে। এদের মধ্যে অন্তত ২০ নারী ও দুই শিশু রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্ধারকৃতরা নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার নাগরিক। ইঞ্জিনের সমস্যার কারণে নৌকাটি বন্ধ হয়ে গিয়েছিল এবং এসময় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় এটি ডুবে যায়।

মাত্র এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের দ্বিতীয় নৌকাডুবির ঘটনা ঘটলো। এর আগে গত ২১ জুলাই ভূমধ্যসাগরে নৌকা ডুবে ২০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়