ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দুই মাস আগে কোনো পরীক্ষা নয়’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৩ মার্চ ২০২১  
‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দুই মাস আগে কোনো পরীক্ষা নয়’

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দুই মাসের মধ্যে কোনো অভ্যন্তরীণ পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

বুধবার (৩ মার্চ) মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৩০ মার্চ থেকে খোলার পর শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে পরিচালিত হবে সে সংক্রান্ত গাইডলাইন আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের পাঠিয়েছি। সেটা অনুসরণ করে পরিচালনা করতে হবে শ্রেণি ও অন্যান্য কার্যক্রম। সে অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দুই মাসের মধ্যে অভ্যন্তরীণ কোনো পরীক্ষা হবে না।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি অনলাইনে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ২৪ মে থেকে শুরু হবে। এর আগে ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।  হল খোলার আগেই শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সবাইকেই টিকা দেওয়া হবে।

ইয়ামিন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়