ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সব মানুষকে করোনার টিকা দিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২০ জুন ২০২১  
সব মানুষকে করোনার টিকা দিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ

ফাইল ফটো

বাংলাদেশের সব মানুষকে করোনাভাইরাসের টিকা দিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (২০ জুন) জাতীয় সংসদ ভবনে কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়।

শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহগির আল মাহি এরশাদ এবং মো. আমিরুল আলম মিলন।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত কত টাকার মাস্ক ও টেস্টিং কিট কেনা হয়েছে, ভ্যাকসিন সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, ভ্যাকসিন জিটুজি পদ্ধতিতে নাকি এজেন্টের মাধ্যমে আনা হচ্ছে, করোনা মোকাবিলায় আইসিউ ও অক্সিজেনের বর্তমান অবস্থা ও সম্ভাব্য সংকট থেকে উত্তরণ বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে করোনায় মারা যাওয়া চিকিৎসক, নার্স ও সাস্থ্যকর্মীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার অর্থ সহজ প্রক্রিয়ায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুততম সময়ে তাদের পরিবারকে দেওয়ার সুপারিশ করা হয়।

আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়