ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হাসপাতাল ছাড়লেন সীতাকুণ্ডে আগুনে দগ্ধ ৬ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ১৮ জুন ২০২২  
হাসপাতাল ছাড়লেন সীতাকুণ্ডে আগুনে দগ্ধ ৬ জন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া ৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

শনিবার (১৮ জুন) দুপুরে তারা রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন রাইজিংবিডিকে বলেছেন, ‘ছয়জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তারা ভালো আছেন। এ কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে, তারা যেন নির্দিষ্ট সময় পরে চট্টগ্রাম বার্ন ইনস্টিটিউটে চেকআপ করান, সে পরামর্শ দেওয়া হয়েছে। ওই দুর্ঘটনায় দগ্ধ আরও ১৫ জন চিকিৎসাধীন আছেন। তারাও সুস্থ হয়ে উঠছেন।’

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, মো. ফারুক, ফারুক হোসেন, ফরমানুল ইসলাম, মাগফারুল ইসলাম, মাসুম মিয়া ও মো. মাইনুদ্দিনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। ভেতরে দাহ্য পদার্থ থাকায় তা ভয়াবহ আকার ধারণ করে। এ ঘটনায় ১০ ফায়ারম্যানসহ অর্ধশতাধিক ব্যক্তি নিহত হন। আহতদের চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়