ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বমি করে সব ছিনিয়ে নেয় তারা, আছে সাংকেতিক ভাষা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ২৮ সেপ্টেম্বর ২০২৩  
বমি করে সব ছিনিয়ে নেয় তারা, আছে সাংকেতিক ভাষা

মিরপুরে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার  করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা বমি করে অভিনব উপায়ে সব কিছু ছিনিয়ে নিত বলে জানা গেছে। এ কাজে তারা সাংকেতিক ভাষা ব্যবহার করতো বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর মডেল থানার ৬০ ফিটের মনিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন আলী রাইজিংবিডিকে এ তথ্য জানান। 

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা হলেন এফ এম সাজ্জাদ হোসেন প্রকাশ সাগর, মো. ওয়াসিম আকরাম এবং মো. জাহিদুল ইসলাম। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সাগর এই দলের প্রধান। দলে সাতজন সদস্য রয়েছে। তারা তিন ভাগে ভাগ হয়ে কাজ করে। প্রথমে তারা কোনো বাসে উঠে একজনকে টার্গেট করে। এরপর তার উপর সুযোগ বুঝে বমি করে। তখন অপর দুই, তিন সদস্য সেখানে হইচই শুরু করে জটলা তৈরি করে। এরপর তারা ভিড়ের মধ্যে থাকা মানুষের মোবাইল, মানিব্যাগ নিয়ে বাইরে অপেক্ষমান সদস্যকে দিয়ে দেয়। 

কাজের সুবিধার্থে তাদের নিজস্ব সাংকেতিক ভাষা আছে। তারা টার্গেটকে ডাকে ‘মামা’ নামে। পুলিশকে ডাকে ‘লাতা’। এ ছাড়া দলনেতাকে ‘মিস্ত্রী’, সহযোগীকে ‘তালবাজ’ কিংবা ‘ঠেকো’, গাড়িকে ‘চাক্কা’ বলে। তারা গ্রুপের নাম দিয়েছে ‘সেভেন স্টার’। দলের সাত সদস্য পৃথক জেলার বাসিন্দা। তারা তিন বছর ধরে একসাথে কাজ করলেও কেউ কারও বাসা চেনে না বলে পুলিশ জানিয়েছে। 

ছিনতাইকৃত টাকা তারা তিন ভাগে ভাগ করে। একভাগ দলনেতা, একভাগ তাদের মামলা মোকাবিলার এবং এক ভাগ বাকি সদস্যদের। তাদের কেউ একজন গ্রেপ্তার হলে বাকি সদস্যরা জামিন করায়।  

মাকসুদ/তারা  

সর্বশেষ

পাঠকপ্রিয়