ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যে তারার দুইটি নাম

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১১:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
যে তারার দুইটি নাম

এই তারাটির সঙ্গে স্নেহ, প্রেম, ভালোবাসা, অনুরাগের সম্পর্ক রয়েছে। অ্যাস্ট্রোলোজেন এর তথ্য,  এই তারা না থাকলে পৃথিবী হতো ভয়ংকর। এর সৌন্দর্য আমাদের গান শোনার প্রতি, সুন্দর উপভোগের প্রতি অনুপ্রাণিত করে। এবার বলুন তো তারাটির নাম কী?

পৃথিবী থেকে ঠিক সন্ধ্যা বেলায় পশ্চিমের আকাশে যে উজ্জ্বল তারাটি দেখা যায় সেটিকে বলা হয় সন্ধ্যাতারা। এই তারাটিই শেষরাত নাগাদ পশ্চিমে চলে যায়। তখন এটাকে বলা হয় শুকতারা বা প্রভাতী তারা। এটি কোনো নক্ষত্র নয়, এটি আসলে শুক্র গ্রহ। ভোরবেলা ও সন্ধ্যায় সূর্যের আলো শুক্র গ্রহের ওপর পড়ে বলে এটাকে নক্ষত্রের মতো উজ্জ্বল দেখায়। 

শুকতারা ২২৫ দিনে সূর্যকে পরিভ্রমণ করে।  এর ব্যাস ১২,১০৪ কিলোমিটার।  এর ঘনত্ব ৫.০৬।  মুক্তিবেগ প্রতি সেকেন্ডে ৬.৫ মাইল।  এই গ্রহের আবহমণ্ডলের প্রায় সবটাই কার্বন ডাই-অক্সাইড গ্যাস।

শুকতারায় আছে বিশাল বড়-বড় পাহাড়, সমতলভূমি ও অনেক আগ্নেয়গিরি। বিজ্ঞানীদের ধারণা,  এই আবহমণ্ডলে ০.৪ ভাগ অক্সিজেন ও নামমাত্র জলীয়বাষ্প আছে বলে এ গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই। 

/লিপি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়