ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নাজিমুদ্দিন রোডের ‘শামস ভিলা’

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
নাজিমুদ্দিন রোডের ‘শামস ভিলা’

ছবি: সংগৃহীত

ছবিতে দেখতে পাচ্ছেন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের ‘শামস ভিলা। এটি ১৯৪০ এবং ১৯৫০ এর দশকে ঢাকা রেডিও স্টেশনের জন্য বিখ্যাত।

শামস ভিলা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার নাজিরুদ্দিন আহমদ এবং তার স্ত্রী শামসুনিসা খানমের বাসভবন ছিল। ইসলামিক স্থাপত্য রীতিতে বানানো হয়েছিল বাড়িটি। এটি তৈরি করেছিলেন নাজিরুদ্দিন আহমদ। বাড়িটি তার স্ত্রীর নামে নামকরণ করেছিলেন। বলা হয়ে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য রেজিস্ট্রার পদে নিযুক্ত ছিলেন নাজিরুদ্দিন আহমদ। তিনি ১৯৪৯ সালে ৬৩ বছর বয়সে মারা যান।

রেডিও স্টেশন শাহবাগে চলে যাওয়ার পরেও বাড়িটি বোরহানউদ্দিন কলেজকে ভাড়া দেওয়া হয়।  এই ঐতিহাসিক ভবনটি এখন শুধুই স্মৃতি। 

/লিপি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়