ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

বিকেবির সঙ্গে রাকাবকে একীভূত না করার দাবিতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ২৩ এপ্রিল ২০২৪  
বিকেবির সঙ্গে রাকাবকে একীভূত না করার দাবিতে মানববন্ধন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) সঙ্গে একীভূত করার প্রক্রিয়া বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপিল) সকালে নগরীর সাহেব বাজারে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ও মহানগর শাখা, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবিকুঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী সম্মিলিত সাংস্কতিক জোটের পক্ষ থেকে দিলীপ কুমার ঘোষ, ন্যাপের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর খান আলম প্রমুখ।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শাদরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ-৭১ সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কমিউনিস্ট পার্টি ন্যাপ গেরিলা ছাত্র ইউনিয়নের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন মোল্লা প্রমুখ।
 

কেয়া/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ