ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

টাঙ্গাইল শহরে স্বস্তির বৃষ্টি

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ৫ মে ২০২৪   আপডেট: ২০:৩৮, ৫ মে ২০২৪
টাঙ্গাইল শহরে স্বস্তির বৃষ্টি

আজ রোববার সন্ধ্যায় বৃষ্টি নামে টাঙ্গাইলে

গ্রীষ্মের টানা তাপপ্রবাহের পর রোববার (৫ মে) রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল শহর ও এর আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছে। ৩৫ দিন পর বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। টাঙ্গাইলের আবহাওয়া অফিস জানায়, আজ রাতে জেলায় ঝড়সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।

টাঙ্গাইল শহরের বাসিন্দা রাজ্জাক হোসেন বলেন, এক মাসের বেশি সময় ধরে টাঙ্গাইল শহরে বৃষ্টি হয়নি। প্রখর রোদ ও প্রচণ্ড গরমে আমাদের খুব কষ্ট করতে হয়েছে। আজ বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে সড়কে আটকা পড়লেও খুব ভালো লাগছে।

টাঙ্গাইলের আবহাওয়া অফিসের ইনচার্জ জামাল উদ্দিন বলেন, সর্বশেষ টাঙ্গাইলে ৩১ মার্চ বৃষ্টি হয়েছিল। শনিবার সন্ধ্যার পর শহরে বৃষ্টি হয়েছে। রাতে ঝড়সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার রাতে টাঙ্গাইল জেলার মধুপুর, ধনবাড়ী ও ঘাটাইলে ঝড় ও বজ্রপাতসহ বৃষ্টি হয়। বজ্রপাতে ঘাটাইলে ওয়াজেদ আলী খান নামে এক বাবুর্চি মারা যান।

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়