ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিলে মিললো কঙ্কাল

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ৫ মে ২০২৪  
বিলে মিললো কঙ্কাল

টাঙ্গাইলের মির্জাপুরের একটি বিল থেকে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ মে) বিকেলে উপজেলার টাকিয়া কদমা গ্রামের তেতিলা বিল থেকে কঙ্কালটি উদ্ধার হয়। স্থানীয়দের ধারণা, কঙ্কালটি আট মাস আগে নিখোঁজ হওয়া একই গ্রামের বাসিন্দা স্বপ্না বেগমের।

পুলিশ ও স্থানীয়রা জানান, এক যুগ আগে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের মালেক সিকদারের মেয়ে স্বপ্না বেগমের সঙ্গে টাকিয়া কদমা গ্রামের সালাম মিয়ার ছেলে দুলাল মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে দুইটি ছেলে সন্তান রয়েছে। আট মাস আগে স্বপ্না বেগম নিখোঁজ হন। ওই ঘটনায় পরিবার থেকে মির্জাপুর থানায় সাধারণ ডাইরি (জিডি) করা হয়। কিন্তু, স্বপ্না বেগমের কোন খোঁজ মেলেনি।

আজ রোববার বিকেলে টাকিয়া কদমা গ্রামে দুলাল মিয়ার বাড়ি সংলগ্ন তেতিলা বিলে একটি খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় কঙ্কাল দেখতে পান এলাকাবাসী। ঘটনাটি জানতে পেরে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে।

মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হুমায়ূন কবীর বলেন, কঙ্কালটি নিখোঁজ নারীর বলে ধারণা করছেন স্থানীয়রা। ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে কঙ্কালটির পরিচয়। 

কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়