ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

দক্ষিণখানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ২২:৪৪, ২৪ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:৫৬, ২৪ এপ্রিল ২০২৪
দক্ষিণখানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীর দক্ষিণখানের ফাইদাবাদ কবরস্থান এলাকায় নির্মাণাধীন ১০তলা ভবনের ৪ তলা থেকে পড়ে মো. সেলিম (২৩) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী জসিম বলেন, দক্ষিণখানের ফাইয়াদাবাদ কবরস্থান রোডের হাউজ নং ৩০৩ এর নির্মাণাধীন ১০তলা ভবনের ৪ তলায় ইটের গাঁথুনির কাজ করার সময় বেলা সোয়া ৩টার দিকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সেলিম। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান সেলিম আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, সেলিম চাঁপাইনবাবগঞ্জ জেলার নরেন্দ্রপুর সদরের মোফাজ্জল মিয়ার ছেলে। বর্তমানে ঘটনাস্থলের ভবনেই থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

/এনএইচ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়