ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ডাকসু নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজির রাজনীতি প্রত্যাখ্যাত হ‌য়ে‌ছে’

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:৫৬, ১১ সেপ্টেম্বর ২০২৫
‘ডাকসু নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজির রাজনীতি প্রত্যাখ্যাত হ‌য়ে‌ছে’

মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ব‌লে‌ছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়োপযোগী সিদ্ধান্তের কারণে আগামীতে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হবে।”

তিনি বলেন, “তারা ডাকসু নির্বাচনে দেখিয়ে দিয়েছেন, পেশীশক্তির ব্যবহার করে বেশি দূর যাওয়া সম্ভব নয়। এই নির্বাচ‌নের মাধ্যমে দুর্বৃত্তায়নে ও চাঁদাবাজির রাজনীতি প্রত্যাখ্যাত হ‌য়ে‌ছে।”

বুধবার (১০ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ইম‌তিয়াজ আলম ব‌লেন, “যেনতেনভাবে নির্বাচন ও ক্ষমতায় যাওয়ার সুযোগ ছাত্র-জনতা আর দেবে না। রাজনৈতিক দলগুলোকে সুবিধাবাদী অবস্থা থেকে ফিরে আসতে হবে। তা না হলে কিন্তু ঢাবি ছাত্ররা ভিন্ন উদাহরণ দেখিয়েছে, জনগণ বিকল্প খুঁজছে। নিজেদের শোধরাতে না পারলে ভবিষ্যত অন্ধকার হবে, এটা বুঝার শক্তি অর্জন করা উচিত।”

তি‌নি আরো ব‌লেন, “সব রাজনৈতিক দলের দায়িত্ব সৎ, অংশগ্রহণমূলক ও সংস্কারমুখী রাজনীতি গড়ে তোলা। তাহলেই আগামী দিনের জন্য একটি ভালো নির্বাচন এবং একটি উন্নত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা সম্ভব হবে।”

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়