ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কনওয়ে-কাব্যে নিউ জিল্যান্ডের রান পাহাড়, লড়ছে উইন্ডিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১৯ ডিসেম্বর ২০২৫  
কনওয়ে-কাব্যে নিউ জিল্যান্ডের রান পাহাড়, লড়ছে উইন্ডিজ

মাউন্ট মঙ্গানুইয়ের বাইশ গজ যেন আজ ব্যাটারদের জন্য এক আস্ত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একদিকে নিউ জিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ের রেকর্ডগড়া দ্বিশতক, অন্যদিকে দিনের শেষ ভাগে ওয়েস্ট ইন্ডিজ ওপেনারদের পাল্টা হুঙ্কার; সব মিলিয়ে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনটি ছিল পুরোপুরি রানের উৎসবে ঠাসা। দিন শেষে ৮ উইকেটে কিউইদের করা ৫৭৫ রানের বিশাল সংগ্রহের পাহাড় টপকাতে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দিয়ে রেখেছে ক্যারিবীয়রা।

প্রথম দিনের ১৭৮ রান নিয়ে আজ খেলা শুরু করেছিলেন ডেভন কনওয়ে। সকালের সেশনে কোনো সুযোগ না দিয়ে দ্রুতই তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২২৭ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে যখন তিনি সাজঘরে ফেরেন, কিউইদের স্কোরবোর্ড তখন ধরাছোঁয়ার বাইরে। ৩২৫ বলের এই ইনিংসে ৩১টি দৃষ্টিনন্দন বাউন্ডারিতে মাঠ মাতিয়ে রাখেন এই বাঁহাতি। শেষ পর্যন্ত জাস্টিন গ্রিভসের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি।

আরো পড়ুন:

মাঝপথে কেন উইলিয়ামসন (৩১) এবং গ্লেন ফিলিপস (২৯) দ্রুত ফিরলেও নিউ জিল্যান্ডকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তরুণ রাচিন রবীন্দ্র। ১০৬ বলে ৭২ রানের এক দায়িত্বশীল ও অপরাজিত ইনিংস খেলেন তিনি। নিচের সারিতে দাঁড়িয়ে স্পিনার এজাজ প্যাটেলও ব্যাট হাতে চমক দেখিয়েছেন, মাত্র ৩০ বলে ৩০ রানের একটি কার্যকরী ক্যামিও উপহার দেন তিনি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৫৭৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেন কিউই অধিনায়ক।

৫৭৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাধারণত যেকোনো দল চাপে পড়লেও, ওয়েস্ট ইন্ডিজ ওপেনাররা দেখিয়েছেন ভিন্ন ধাতের সাহস। দ্বিতীয় দিনের শেষ ২৩ ওভারে কোনো উইকেট না হারিয়েই ১১০ রান তুলে ফেলেছে সফরকারীরা।

দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং কিউই বোলারদের কোনো সুযোগই দেননি। ক্যাম্পবেল ৬০ বলে ৪৫ রানে অপরাজিত আছেন, আর অপর প্রান্তে ব্র্যান্ডন কিং তুলে নিয়েছেন ঝোড়ো হাফ-সেঞ্চুরি (৭৮ বলে ৫৫ রান)। হাতে ১০ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এখনো ৪৬৫ রানে পিছিয়ে থাকলেও, তাদের ব্যাটিংয়ের ধরন বলে দিচ্ছে তৃতীয় দিনে লড়াইটা হবে সেয়ানে সেয়ানে।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

নিউ জিল্যান্ড: ৫৭৫/৮ ডিক্লে. (কনওয়ে ২২৭, রাচিন ৭২*; গ্রিভস ২/৮০)।
ওয়েস্ট ইন্ডিজ: ১১০/০ (কিং ৫৫*, ক্যাম্পবেল ৪৫*)।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়