যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু
ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ।
রাজধানীর যাত্রাবাড়ী কাঁচামালের আড়তের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার (২১ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দিনগত রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী আলআমিন জানান, মৃত যুবক একজন ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি মাগুরা সদরের পাতুরিয়া গ্রামে। তার বাবার নাম অমল জোয়াদ্দার।
তিনি বলেন, “দিনগত রাত পৌনে ১টার দিকে যাত্রাবাড়ী কাঁচামালের আড়তের সামনে দিয়ে ওই যুবক হেঁটে যাওয়ার সময় ৩-৪ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তার বুক, পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়। বিষয়টি টের পেয়ে আমরা কয়েকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসি।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “যাত্রাবাড়ী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথচারীরা তাকে চেনেন বলে জানান। তার নাম পরিচয় তার এনআইডি কার্ড থেকে সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”
ঢাকা/বুলবুল/এস