ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছায়ানটে হামলার ঘটনায় মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ২১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:২৬, ২১ ডিসেম্বর ২০২৫
ছায়ানটে হামলার ঘটনায় মামলা

হামলায় ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন

রাজধানীর ধানমন্ডিতে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। এতে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাড়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে। 

রবিবার (২১ ডিসেম্বর) সকালে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলায় অভিযোগ করা হয়েছে, ১৯ ডিসেম্বর একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে ছায়ানট ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং প্রতিষ্ঠানের সম্পদ নষ্ট করে। তারা ভবনের সিসি ক্যামেরা, আসবাবপত্র এবং বাদ্যযন্ত্রের ক্ষতি করে। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আঘাত করার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি বিদ্বেষ থেকে পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে। 

গত বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা করে দুস্কৃতকারীরা। এর পর ছায়ানট ভবনে হামলা করা হয়।

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়