ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিউ জার্সিতে বাংলাদেশিদের সঙ্গে মার্কিন দুই প্রার্থীর মতবিনিময়

ছাবেদ সাথী, নিউ ইয়র্ক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২৭ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:১৩, ২৭ অক্টোবর ২০২০
নিউ জার্সিতে বাংলাদেশিদের সঙ্গে মার্কিন দুই প্রার্থীর মতবিনিময়

আসন্ন মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের দুই প্রার্থীর সঙ্গে স্থানীয় বাংলাদেশিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আটলান্টিক সিটির ‘বাংলাদেশ প্রেস ক্লাব’র আয়োজনে ক্লাবের নিজস্ব ভবনে সম্প্রতি মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। নিউ জার্সির দ্বিতীয় কংগ্রেসোনাল ডিস্ট্রিক থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী এমি কেনেডি এবং আটলান্টিক কাউন্টির শেরিফ পদপ্রার্থী এরিক শেফলার স্থানীয় বাংলাদেশি নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নির্বাচনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসাইন। এটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশি ফর বাইডেন নিউ জার্সি স্টেট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহীন এবং এমি কেনেডির নির্বাচনী ক্যাম্পেইনে আইটিতে সহায়তাকারী মোহাম্মদ নবী। উক্ত সভায় কংগ্রেস প্রার্থী এমি কেনেডি মত বিনিময় সভা আয়োজনের জন্য বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির নেতৃবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ইতোমধ্যে সাউথ এশিয়ান কমিউনিটি বিশেষ করে বাংলাদেশিদের সাথে একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে।’

বাংলাদেশিদের আতিথেয়তা, সততা এবং কর্মদক্ষতার প্রশংসা করে তিনি আরো বলেন, ‘নির্বাচিত হলে বাংলাদেশিরা সবসময় বিপদে আপদে আমাকে কাছে পাবেন।’ পাশাপাশি নির্বাচনের পর যে কোনো সময় বাংলাদেশিদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া তিনি আগামী ১০ দিন ডেমোক্র্যাট প্রার্থীদের নির্বাচিত করার জন্য ডোর টু ডোর নক করার জন্য সবাইকে অনুরোধ জানান।

আটলান্টিক কাউন্টির শেরিফ পদপ্রার্থী এরিক শেফলার বলেন, ‘আমি অতীতে বাংলাদেশিদের সঙ্গে ছিলাম, বর্তমানেও আছি এবং আগামীতেও থাকব। এইবারও পুনর্নির্বাচিত হলে আটলান্টিক কাউন্টিতে ইমিগ্যান্টসহ সকলের নিরাপত্তা বিধানে আমি অতীতের ন্যায় আগামীতেও বিভিন্ন কার্যাবলী অব্যাহত রাখব।’ বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির নেতৃবৃন্দ ব্যস্ততার মধ্যেও সময় দেয়ার জন্য এমি কেনেডি এবং এরিক শেফলারকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য বক্তব্য রাখেন আটলান্টিক সিটির ফিফথ ওয়ার্ডের কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনে সদস্য প্রার্থী ফারুক তালুকদার, আটলান্টিক সিটির ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচিত কমিটি পারসন ইমতিয়াজ হোসেন লিটু, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক পার্টির সার্জেন্ট অব আর্মস নাসির উদ্দিন শেখ খোকন, লেবার অর্গানাইজেশান লোকাল ফিফটি ফোর এবং এসাল নেতা জাহাঙ্গীর কবির, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির প্রাক্তন সভাপতি মো. রহমান বাবুল, সিকস ওয়ার্ড কাউন্সিলম্যান প্রার্থী সোহেল আহমেদ, এবি টিভির ডিরেক্টর নাসির খান, কমিউনিটি সোশ্যাল অ্যাকটিভিস্ট এবং বাংলাদেশি ফর বাইডেন নিউ জার্সি স্টেট কো-অর্ডিনেটর জয়দেব কর্মকার, ডা. মাহফুজুর রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট  জামিল, কমিউনিটি অ্যাকটিভিস্ট অভিজিত চৌধুরী, কমিউনিটি সোশ্যাল অ্যাকটিভিস্ট আনিসুর রহমান, সফটওয়ার ইঞ্জিনিয়ার তানভির আহমেদ, সফটওয়ার ইঞ্জিনিয়ার ইমতিয়াজ হোসেন, কমিউনিটি সোশ্যাল অ্যাকটিভিস্ট মো. আলম, কমিউনিটি অ্যাকটিভিস্ট জয়ন্ত সিনহা, কমিউনিটি সোশ্যাল অ্যাকটিভিস্ট নজরুল ইসলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভির আহনৃদ মেহেদি এবং বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি এবং বাংলাদেশি ফর বাউডেন নিউ জার্সি স্টেটের চিফ কো-অর্ডিনেটর আকবর হোসাইন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়