ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আঞ্জুমানে আল-ইসলাহ কুয়েত’র সভাপতি সালেহ, সা. সম্পাদক কাওছার

আ হ জুবেদ, কুয়েত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ৩০ জুন ২০২২  
আঞ্জুমানে আল-ইসলাহ কুয়েত’র সভাপতি সালেহ, সা. সম্পাদক কাওছার

আঞ্জুমানে আল-ইসলাহ কুয়েত কেন্দ্রীয় কমিটির ২০২২/২৪ এর কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) স্থানীয় সময় রাত ৮ টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল মুহিত নাজমুল।

সাধারণ সম্পাদক কাওছার আহমদ সেলিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা উপদেষ্টা আবু সাইদ কুতুব উদ্দিন, প্রধান উপদেষ্টা কারী সালেহ আহমদ, সিনিয়র সহ সভাপতি কবি আব্দুল মালেক, মাওলানা কয়েছ আহমদ, মাওলানা মঈনুল ইসলাম, সাংবাদিক আলাল আহমদ, হাফিজ আব্দুল্লাহ আল মাসুমসহ আরো অনেকে।

কাউন্সিলে সর্বসম্মতি ক্রমে কারী সালেহ আহমদকে সভাপতি ও মাওলানা কাওছার আহমদ সেলিমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন কবি আব্দুল মালেক ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত’র সাধারণ সম্পাদক আ হ জুবেদ।

এদিকে অনুষ্ঠান চলাকালীন সিলেটে বানভাসি মানুষদের সাহায্যার্থে সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দরা নগদ অর্থ সংগ্রহ করেন, সংগ্রহিত টাকা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে বিতরণের জন্য প্রস্তাব করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওলানা হাফিজ আব্দুল্লাহ আল মাসুম। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আহাদ।

শেষে নৈশভোজ এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়